1. admin@alordorpon.com : admin :
  2. arman@alordorpon.com : Arman : Arman Hossain
  3. editor@alordorpon.com : Editor :
  4. admin@hasibitsolution.com : Hasib :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ডেমরায় মানববন্ধন। নারায়ণগঞ্জ পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ। বন্দরের সেই ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার, এলাকায় স্বস্তি। সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম আর নেই। নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ বৎসর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল। মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমির উদ্যোগে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মামুন ডাকাতে আতকিংত পুরো বন্দরবাসী, ঘুরছে প্রশাসনের নাকের ডগায়। নারায়ণগঞ্জে কোর্ট থেকে পলায়ন করা আসামি কেরানীগঞ্জ থেকে উদ্ধার। নারায়ণগঞ্জে খালাশের রায়শুনে হ্যান্ডকাপসহ পালালো আসামী। ফতুল্লায় দুই শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা নেয়নি পুলিশ।

নারায়ণগঞ্জে কোর্ট থেকে পলায়ন করা আসামি কেরানীগঞ্জ থেকে উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি।

 

মারামারি মামলায় খালাশের রায় শুনে রাজু ওরফে রনি নামে এক আসামী হ্যান্ডকাপসহ পালিয়েছে। বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এঘটনা ঘটে।

বিষয়টি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান স্বীকার না করলেও পুলিশের একাধীক সূত্র জানান, পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি (২৭) বন্দর থানার পূর্ব কুশিয়ারা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ২০২০ সালে নারায়ণগঞ্জ কোর্টে প্রতিবেশির দায়ের করা মারামারি চুরি ও ভাংচুরের মামলায় রনি কারাগারে বন্দি ছিলেন। আজ ওই মামলায় রায় ঘোষনার দিন ধার্য্য রয়েছে। এতে নারায়ণগঞ্জ কারাগার থেকে সকালে রনিকে কোর্ট হাজতে আনা হয়। এরপর কনেষ্টেবল আখতার ফারুক কোর্ট হাজত থেকে তাকে আদালতে নিয়ে যায়। নারায়ণগঞ্জ জুডিশিয়াল প্রথম আদালতে সেই মামলার রায় ঘোষনা করা হয়। রায়ে খালাশ প্রদান করা হয়েছে এমন কথা শুনে রনি হ্যান্ডকাপ পড়া অবস্থায় প্রকাশ্যে লোকজনকে বলেন “আমি খালশ পেয়েছি” বলতে বলতে আদালত প্রাঙ্গন থেকে পায়ে হেটে বের হয়ে যায়। পালিয়ে যাওয়ার অনেক সময় পর কনেষ্টেবল আখতার ফারুক বুজতে পারেন তার আসামী পালিয়েছে, আসামি রনিকে অনেক খুঁজা খুঁজির পর থাকে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা থেকে উদ্ধার করা হয়, আসামি রনি নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণ হতে একটি মালবাহী ট্রাকে করে চলে যায় এসময় ট্রাক থেকে পড়ে তার হাঁটু ফেটে যায় এবং তার হাঁটুতে চারটি সেলাই করতে হয়, উল্লেখিত গাড়িটি কেরানীগঞ্জ থানার এরিয়ায় পৌঁছালে কেরানীগঞ্জ থানার একটি টিম গাড়িটি তল্লাশির জন্য দারকরালে আসামি রনিকে হ্যান্ভকাপ পরানো অবস্থায় পায়,পরে তারা কেরানীগঞ্জ থানায় নিয়ে জিঙ্গাসা বাদ করে জানতে পায় উক্ত আসামি রনি নারায়ণগঞ্জ কোর্ট থেকে খালাস পেয়ে পালিয়ে যায় , পরে কোর্ট পুলিশের সাথে যোগাযোগ করে থাকে হস্তান্তর করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD