১০ই মার্চ শুক্রবার সন্ধ্যায় (WPFC) এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নাজমুল হোসাইন সবুজ (মেম্বার ৮নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন পরিষদ নারায়ণগঞ্জ)
বিষেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুষার মোঃ মামুন নোয়াব, (সাদিয়া লফ্ট), এমদাদ হোসেন ভূঁইয়া(সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা (বি আর পি ও এ)
মোঃ জাকির হোসেন(মেম্বার ২ নং ওয়ার্ড ফতুল্লা উ.পি)
উপস্থিত ছিলেন মোঃ রাসেল প্রধান (এডভোকেট দায়রা জজ আদালত নারায়নগঞ্জ)
সম্মানিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন
মোঃ আউয়াল খন্দকার(সভাপতি বন্দর কদম রসূল পিজিয়ন ক্লাব)
সৈয়দ রাসেল (সভাপতি মাসদাইর বাজার কবুতর ক্লাব)
মোঃ ফরিদ শেখ ( সভাপতি হাজিগঞ্জ স্টার পিজিয়ন ক্লাব)
মোঃ শওকত মহাজন ও মোঃ মনির হোসেন
ধন্যবাদান্তেঃ মীর মোঃ সুমন (সভাপতি WPFC)
মোঃ সাব্বির হোসেন তপু (সাধারন সম্পাদক WPFC)
অনুষ্ঠান উপস্থাপনা করেনঃ মোঃ লিটন প্রধান, মোঃ রোহিত ও মোঃ শরিফ।
উক্ত অনুষ্ঠানে WPFC এর সকল সদস্য সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
তারা তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ওয়াবদারপুল পিজিয়ন ফ্রেন্ডস ক্লাবেকে উন্নতি করার লক্ষ্যে কাজ করার জন্য তাদের সকল সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান।