1. admin@alordorpon.com : admin :
  2. arman@alordorpon.com : Arman : Arman Hossain
  3. editor@alordorpon.com : Editor :
  4. admin@hasibitsolution.com : Hasib :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে স্ত্রী আত্নহত্যা প্ররোচনা মামলার আসামি আরিফ ৫ মাস পর গ্রেফতার । বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান মাকসুদ , ভাইস-চেয়ারম্যান আলমগীর ও শান্তা বেসরকারিভাবে নির্বাচিত। সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ডেমরায় মানববন্ধন। নারায়ণগঞ্জ পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ। বন্দরের সেই ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার, এলাকায় স্বস্তি। সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম আর নেই। নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ বৎসর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল। মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমির উদ্যোগে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মামুন ডাকাতে আতকিংত পুরো বন্দরবাসী, ঘুরছে প্রশাসনের নাকের ডগায়।

৮ মিনিটেই ঢাকায় পড়ার স্বপ্ন ভাঙলো আল আমিনের।

নিজিস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন মো. আল আমিন। কিন্তু মাত্র ৮ মিনিট দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে ডুকতে পারেননি। তাই পরীক্ষাও দিতে পারেননি। এত অঙ্কুরেই বিনস্ট হলো তার রাজধানীতে পড়ার স্বপ্ন। শুক্রবার সকাল ১১ টা ৮ মিনিটে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসলে এই ঘটনা ঘটে।

 

 

ভর্তিচ্ছু আল আমিন বলেন, আমি গুচ্ছ পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস পেয়েছি। ৫৫ নম্বর এসেছে। কিন্তু এতো কম নাম্বার দিয়ে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না। আমার ইচ্ছে ছিল ঢাকায় পড়াশোনা করার। এজন্য গতকাল রাতে সাভার নবীনগরের পলাশবাড়িতে এক আত্মীয়র বাসায় ছিলাম। সকালবেলা বাসে করে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথে বাস নষ্ট হয়ে গিয়েছিল তারপর রিকশা করে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেই।

 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কবি নজরুল কলেজ ঠিক কোথায় অবস্থিত আমি জানতাম না। আমাকে এক বড় ভাই বলেছিল পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পাশেই কবি নজরুল কলেজ। আমি রিক্সাওয়ালা মামাকে সোহরাওয়ার্দী কলেজের কথা বলার পর তিনি আমাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যার কারণে সেখানে কবি নজরুল কলেজ খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে যায়।

 

 

আমি ১১ টা ৭ মিনিটে কলেজের সামনে রিকশা থেকে নেমে ১১:০৮ গেইটের সামনে আসি। মাত্র ৮ মিনিট দেরি করে আসার কারণে আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। আমি অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে গিয়ে দেখেছি ১৫ /২০ মিনিট দেরি করে আসার পরেও পরীক্ষা দিতে পেরেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরাও মানবিকতার খাতিরে পরীক্ষা দিতে দিয়েছে। কিন্তু অনেক অনুরোধ করার পরেও আমাকে পরীক্ষা দিতে দেয়নি। ঢাকায় পড়ার স্বপ্নটা বোধহয় আমার স্বপ্ন থেকেই গেল।­

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD