স্টাফ রিপোর্টার: মোঃ আশিক ইসলাম (লালমনিরহাট)
১৩অক্টোবর২০২৫ ইং তারিখে লালমনিরহাট ও আদিতমারী থানার বিকাশ ডিস্ট্রিবিউটর ‘জারা ট্রেড লিংক’ এর বিকাশ অফিস ম্যানেজার কামরুজ্জামান মিন্টু, গতকাল থেকে নি*খোঁজ রয়েছেন।
গত কাল রোজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকার সময় হতে গত রোজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুর ২:৩০ ঘটিকার সময়ের মধ্যে লালমনিরহাট সদর থানাধীন ওয়াড নং-০৮ ইউনিয়ন/ওয়ার্ড এর পূর্ব থানাপাড়া এলাকা থেকে আমার বন্ধু নিখোঁজ হয়েছে।
এমর্মে কর্তৃপক্ষ লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিন্টুর বিরুদ্ধে ৪.০০০০০০০/= চার কোটি টাকা নিয়ে লা-পা-ত্তা হওয়ার খবর ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই।
তবে তারা নিশ্চিত করেছেন যে, নিখোঁজ হওয়ার আগে মিন্টু নগদ প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে যায় এবং কিছু লেনদেনের হিসাব ছিল, যা এখনো যাচাই-বাছাই চলছে।