নিজস্ব প্রতিবেদনঃ
নিত্য-নতুন সরকারী নিয়মাবলির মাঝে প্রবাসীদের জটিলতা যেনো বেড়েই চলছে।
নতুন করে যখন ই- পার্সর্পোট সিস্টেম চলু করা হয়েছে সারা – বিশ্বে ঠিক এমতাবস্থায় নানা হয়রানির মাঝে পড়তে হচ্ছে হাজারো প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের।
প্রতিটি প্রবাসীদের নানা জটিলতার মাঝে একটি বড় জটিলতা বা প্রতারনা হচ্ছে মাল্টিপল পার্সর্পোট।
মাল্টিপল পার্সর্পোট হচ্ছে এমন একটি পার্সর্পোট সিস্টেম যা একই ব্যক্তির নামে নকল বা অকার্যকর পার্সর্পোট। এই মাল্টিপল পার্সর্পোটের সমস্যার সম্মখীন হয়ে ই-পার্সর্পোট করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারো প্রবাসীর।
অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা নিজেরাও জানে না যে তাদের নামে কোনো মাল্টিপল বা অকার্যকর পার্সর্পোট নিবন্ধন রয়েছে। আবার এমনও তথ্য রয়েছে পারিবারিক শত্রুতা ও বিভিন্ন শত্রুতার জের ধরে নকল জন্মনিবন্ধন বা নকল ডকুমেন্টসের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন হয়রানী ও ক্ষতি করার জন্য গোপনভাবে মাল্টিপল পার্সর্পোট তৈরি করেন। এবং অনেক সময় তাদের পার্সর্পোট বাতিল করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।
আমাদের দেশের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিছুটা হলেও সোনার বাংলার উন্নয়ন করা হয়। এছাড়াও তাদের রেমিটেন্স দিয়েই আমরা আমাদের দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি।
তাই আমাদের দেশের সরকার ও পার্সর্পোট কতৃপক্ষদের এই মাল্টিপল পার্সর্পোট নিয়ে সোচ্চার ও নির্দিষ্ট আলোকে ব্যবস্থা নেওয়া উচিত, কেউ যেনো পারিবারিক শত্রুতা ও বিভিন্ন শত্রুতার জের টেনে নকল ডকুমেন্টস ব্যবহার করে এই হয়রানিমূলক কাজ না করতে পারে।