নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজন করা হয়। উত্তর আটি, ওয়াপদা কলোনিতে অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া হানাফিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ। তিনি প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন, যা নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইফুল ইসলাম সোহেল।
সভাপতির বক্তব্যে মুফতী জাকারিয়া আল ফরহাদ শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সহ-সভাপতি প্রকৌশলী জোনায়েদ হোসেন পিয়াস সংসদের ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে হেফাজতে ইসলামের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পাচতারা সংসদের সভাপতি আলী আকবর খান ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ইউসুফ।
নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
ম্যানেজিং ডিরেক্টর: মো: আরমান হোসেন।
অফিস: ফতুল্লা স্টেশন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
Copyright © 2025 দৈনিক আলোর দর্পন. All rights reserved.