নিজস্ব প্রতিনিধি:
সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার দুপুরে এই কার্যক্রম শুরু হয়।আজ সোমবার ফতুল্লা থানা পুলিশকে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ফতুল্লা থানা যুবদলের সহ সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি মোঃ জয়নাল আবেদীন গদিনশীন পীর সাহেব, ও যুবদলের শাকিল, ইসরাফিল রেফায়েত মাষ্টার, ও অন্যান্য নেতৃবৃন্দ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন আমরা জনগণের খেদমতে আছি এবং থাকব আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা।