1. admin@alordorpon.com : admin :
  2. arman@alordorpon.com : Arman : Arman Hossain
  3. editor@alordorpon.com : Editor :
  4. admin@hasibitsolution.com : Hasib :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে স্ত্রী আত্নহত্যা প্ররোচনা মামলার আসামি আরিফ ৫ মাস পর গ্রেফতার । বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান মাকসুদ , ভাইস-চেয়ারম্যান আলমগীর ও শান্তা বেসরকারিভাবে নির্বাচিত। সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ডেমরায় মানববন্ধন। নারায়ণগঞ্জ পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ। বন্দরের সেই ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার, এলাকায় স্বস্তি। সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম আর নেই। নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ বৎসর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল। মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমির উদ্যোগে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মামুন ডাকাতে আতকিংত পুরো বন্দরবাসী, ঘুরছে প্রশাসনের নাকের ডগায়।

ভোটকেন্দ্রে নাশকতার চিন্তা করলে বাড়ির খাট-বালিশ থাকবে না ,শামীম ওসমান।

নারায়ণগঞ্জে প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে প্রতিনিধি।

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, ভোটকেন্দ্রে নাশকতার চিন্তা করলে বাড়ির খাট-বালিশ থাকবে না
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি নির্বাচন ঠেকাতে পারবে না। সারাদেশে আনন্দঘন পরিবেশে ভোট হবে। নির্বাচন কমিশন বলেছে তারা কোনো প্রোগ্রাম করতে পারবে না। এটার উত্তর নির্বাচন কমিশন ও পুলিশ দিবে। আমি মানুষের নার্ভ বুঝতে পারছি। মানুষ এগুলো মেনে নেবে না। ট্রেনে আগুন দেয়ার ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। মানুষ যদি ক্ষেপে যায় তাহলে বিএনপির জন্য ভয়াবহ হবে।
ভোটকেন্দ্রে হামলার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, ভুলেও যদি কেউ চিন্তা করে ভোটকেন্দ্রে ভোট দেয়া যাবে না। আমার এলাকায় ভুলেও কেউ এই চিন্তা করবেন না। করলে বাড়ির খাট-বালিশ থাকবে না।

তিনি বলেন, বিএনপিকে একসময় আমিও দল ভাবতাম। এখন ওদের আর রাজনৈতিক দল মনে করি না। জামাত যেভাবে আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। বিএনপিও এবার গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ২০১৫ সালের ওরা আগুন সন্ত্রাস করেছে। আমরা ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে।
তিনি আরো বলেন, ২৮ তারিখ ওরা প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে আমরা সেটা মেনে নিয়েছি। যখন দেখেছি একজন পুলিশকে হত্যা করা হয়েছে। ছাত্রদলের সাবেক সেক্রেটারি হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। কয়দিন আগে যা ঘটল তা মেনে নিতে পারছি না। এক মা ও তার সন্তান দুজন দুজনকে জড়িয়ে আগুনে পুড়ে মারা গেল। এরপর এদের সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে। কানাডার আদালত তো বলেছেই।

আমার মনে হয় না এ সন্ত্রাসীদের ডাকে কেউ সাড়া দিবে। পৃথিবীর বড় শক্তিগুলো চাচ্ছে বাংলাদেশকে অন্য খাতে নিয়ে যেতে। ওরা তাদের হয়ে কাজ করছে। ভাবছে ওদের ক্ষমতায় বসিয়ে দিবে। এটা তো গত দু’বছর ধরে শুনছি।

তিনি আরো বলেন, বিএনপির ছেলেদের জন্য আমার মায়া হয়। আমার এলাকায় অনেকে আমার সাথে যোগাযোগ করছে। লন্ডন থেকে তারেক রহমান বলছে গাড়িতে আগুন দিতে ও ভিডিও পাঠাতে। এই ভিডিও আমার কাছে আসছে প্রশাসনের হাতে যাচ্ছে। এ মামলায় যখন শাস্তি হবে তখন কিন্তু তার পরিবারই কাঁদবে, তারেক রহমান কাঁদবে না।

এর আগে বিকেলে ফতুল্লার দক্ষিণ কায়েমপুরে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমি মৃত্যুর পর মানুষের দোয়া নিয়ে মরতে চাই। মানুষ আমাকে বলে আপনি অনেক কাজ করেছেন। আপনাকে এমনি ভোট দিব। কিন্তু আমি চাই আরো করতে। পুরো কাশিপুর ঘুরে একটা দাবি পেয়েছি দেড় হাজার ফুটের একটা ড্রেন। এটা আমাদের একজন চেয়ারম্যান বা মেম্বারই করতে পারে। আমি কাজ করেছি, মানুষ হ্যাপি।

নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মেয়র আইভী নামবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না মাঠে নেই বা নামেনি। আওয়ামী লীগের প্রার্থীর জন্য মাঠে নামা উচিত। হয়ত নামবে সামনে। হয়ত কোনো কাজে ব্যাস্ত, মানুষের অনেক প্রবলেমও তো থাকে। আমার জন্য আমার এলাকায় আমার যে কর্মী আছে তাদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD