পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে দেশের স্বনামখ্যাত সংবাদপত্র দৈনিক যায়যায়দিনের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার ঊদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া প্রতিদিন কার্যালয়ে এই ঈদ পূণর্মিলনীতে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের উপ-পরিচালক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের পাকুন্দিয়া শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর সভার ৬ নং কমিশনার মাহমুদুল হাসান রাসেল, জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার সহ সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন, পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির।
অনুষ্ঠানে হরশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার দপ্তর সম্পাদক আবু হানিফ, কার্যকরী সদস্য হোসাইন মো: ফরহাদ, জাহিদ হাসান মুক্তার, রাকিবুল হাসান হিমেল, রাফসান জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও কৌতুক প্রতিযোগীতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, যায়যায়দিন-এর পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামও মানবতা তথা দেশ-জাতির কল্যাণে সারাদেশব্যাপী নানা গঠনমূলক ও মানবিক কাজ করে চলেছে। জাতির ভবিষ্যত প্রজন্মের কল্যাণে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার জন্য তিনি ফ্রেন্ডস ফোরামের সকল বন্ধুদের প্রতি আহ্বান জানান।
জেজেডি ফ্রেন্ডস ফোরামের পাকুন্দিয়া শাখার সভাপতি আজিজুল হক বলেন, যায়যায়দিন নিরপেক্ষ ও সৃজনশীল সাংবাদিকতায় একটি ঐতিহ্যসমৃদ্ধ পত্রিকার নাম। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে যায়যায়দিন অত্যন্ত বলিষ্ঠ ও স্বকীয় ভূমিকা পালন করেছে।
ম্যানেজিং ডিরেক্টর: মো: আরমান হোসেন।
অফিস: ফতুল্লা স্টেশন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
Copyright © 2025 দৈনিক আলোর দর্পন. All rights reserved.