তরুন যুব সংঘটন এর পূনঃমিলনী নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলার ০৭নং সুখারী ইউনিয়নের তরুন যুব সমাজ মিলে আয়োজন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক মেসেঞ্জারে ০৭ নং সুখারী ইউনিয়ন তরুন যুব সংঘটন নামে একটি গ্রুপ আইডি খোলে সকলে একত্রিত হয়ে প্রথম পূনঃমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক তরুন-যুব উপস্থিত হয়। একে একে তাদের সংক্ষিপ্ত পরিচিতি বক্তব্য রাখেন। তাদের সকলের প্রতিশ্রুতি হচ্ছে ‘সমাজ কে বদলে দিতে হবে’ অত্র ইউনিয়নের প্রতিটা মানুষের মাঝে উঁচু নিচু শ্রেণিভেদ থাকবে না। সকলের উদ্দেশ্য এই ইউনিয়নকে আদর্শ সমাজ ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে। থাকবে না কোন দূর্নিতি মাদক, নেশাখোর, জুয়া খেলার আড্ডা। প্রতিটি অসহায় মানুষের মাঝে থাকবেন তারা।
এছাড়াও তাদের মধ্য থেকে কয়েকটি প্রস্তাব আসে যে- ১. রক্ত দান ২. আর্থিক সহায়তা ৩. কর্মমুখী করে তুলা ৪. স্ব-স্ব ধর্মীয় পথে অনুপ্রাণিত করা ও ৫. বিনোদন।
পরিশেষে তারা একত্রে স্লোগান দেন “স্বাধীন বাংলার স্বাধীন দেশ, গড়ে তুলবো আমারা সোনার বাংলাদেশ”। মিষ্টি বিতরনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।