স্টাফ রিপোর্টার : শাকিল প্রধান
নারায়ণগঞ্জের কাইকারটেক এলাকায় একটি ব্রিজের নিচ থেকে এলাকার লোকজন সহ পুলিশ একটি বস্তাবন্দি যুবতীর লাশ উদ্ধার করা হয়। লাশটিকে দূর্বৃত্তরা বস্তাবন্দি করে ব্রীজের নিচে পানিতে গোপন করে রাখার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী ব্রীজের নিচে সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করে।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে নিয়ে ব্রীজের নীচ থেকে টেপ দিয়ে মুড়ানো একটি ব্যাগ উদ্ধার করে। পুলিশ ব্যাগ খুলে দেখতে পায় ব্যাগের মধ্যে এক অল্পবয়সী যুবতীর লাশ।
পরে পুলিশ খোজ নিয়ে জানতে পারে মৃত মেয়েটির নাম কামরুল নাহার। এবং মৃত কামরুল নাহার মোগরাপাড়া এলাকার কলাপাতা রেস্তোরার একজন কর্মী ছিলেন। এছাড়াও জানা যায় তার স্থানীয় ঠিকানা পাবনা জেলায়।
এলাকাবাসীর ধারনা মেয়েটিকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে। এবং রাতেই সুযোগ বুঝে দূর্বৃত্তরা লাশটিকে বস্তাবন্দি করে ব্রীজের নিচে ফেলে রেখে যায় কেউ যেনো ধারনা করতে না পারে।
এলাকাবাসীর দাবি নারায়ণগঞ্জে এতো ভয়ংকর কর্মকাণ্ড ঘটছে তবুও প্রশাসনের কোন তৎপরতা নেই। যার কারনে বিভিন্ন স্থানে ঘুম,খুন ধর্ষন এসব ধরনের অপকর্ম হচ্ছে।
প্রশাসনের চোখ ফাকি দিয়ে এগুলো কীভাবে হচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে চায় এলাকাবাসী। এছাড়াও এভাবে চলতে গেলে একদিন দেখা যাবে আমাদের মা-বোনরা কোথাও নিরাপদ থাকবে না।
তাই এলাকাবাসী এর সুষ্ঠু বিচার আশা করেন বলে জানান।