বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-১১ এর নিয়মিত টহল অভিযানে ১৫টি বার্মিজ গরু জ’ব্দ করা হয়েছে।
আজ: ১১ অক্টোবর (শনিবার) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি মাঝিরকাটা এলাকায় বিজিব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনায় টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি-১১ এর অধিনায়ক লে: কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন , অভিযানের সময় চো’রা’কা’রবারিরা টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আ’টক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, সীমান্ত পথে গরু চো’রা’চা’লান রোধে কঠোর ন’জ’রদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মা’দ’ক ও চো’রা’চা’লান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে। জ’ব্দ’কৃ’ত গরুগুলোর সিজার ফরম তৈরি করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।