দৈনিক আলোর দর্পণ অনলাইন পত্রিকার সহ-সম্পাদক মো: হাফিজুর রহমান আসন্ন ঈঁদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। ঈঁদে সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করেন এই কর্মী।
ঈঁদ মানে আনন্দ, ঈঁদ মানে একে অন্যের সাথে মিলন মেলা। ঈঁদে সকল ধনী,গরীব এক সাথে এক জামায়াতে ঈদের নামজ আদায় করে। যার মাধ্যমে ধনী গরীব, উচু নিচুর যে বিভাদ তা দূর হয়ে যায়।
তিনি তার একটি বক্তব্যে বলেন, দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর আমরা একটি দিন পায় আনন্দ করার জন্য। পবিত্র ঈঁদুল ফিতরের এই দিনটাই আমরা সকালে পায়েস সেমাই খেয়ে ঈঁদুল ফিতরের নামাজ আদায় করি, নামাজ শেষে একজন আরেক জনের সাথে কোলাকুলি করি যার মাধ্যমে আমাদের মাঝে ধনী গরীবের যে বেধাবেধ তার দূর হয়।
সর্বোপরি তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানায়, এবং সকলকে সকলের জন্য দোয়া করতে বলে। এবং দৈনিক আলোর দর্পণ পত্রিকার সকল সংবাদ কর্মীকে জানায় আন্তরিক শুভেচ্ছা।