কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের গোয়াল টেক গ্রামের নিজ বাসভবন ঈদ উপহারে আয়োজন করছেন এতে উপস্হতি ছিলেন। আর টিভি জেলা প্রতিনিধি আনম, তানভীর হায়দার। পাকুন্দিয়া অনাস মাস্টাস ছাএ কল্যাণ সংঘটনের সভাপতি জালাল মোহাম্মদ গাউছ( শাওন) , জাকির হোসেন, কাওছার আহমেদ মিলন, এলাকার গন্যামান ব্যাক্তি বগ সহ উপস্থিত ছিলেন এলাকায় হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এ কার্যক্রম ছাড়াও ২৫ রমজান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত পাঁচশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। তার মধ্যে ২৫টি সেলাই মেশিন এবং বাকী গুলে হলো শাড়ী কাপড় ও লুঈি সহ সাধারণ মানুষের পাশে থেকে খাদ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে আমার এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।