কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আবুল কালাম আজাদ।
(১৬ এপ্রিল) রবিবার তার সাথে কথা বলে জানা যায়, তিনি গত ১২ এপ্রিল বুধবার এ উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি শান্তিবাগ, ঢাকা।
পাকুন্দিয়াবাসীর উদ্দেশ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা বলেন আমার প্রথম লক্ষ্য থাকবে এ উপজেলায় জাতীয় পরিচয়পত্রের যে সকল সেবা কার্যক্রম চালু আছে সে সব সেবা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে পারি। দ্বিতীয়ত জনসেবা যাতে দুর্ভোগে পরিনত না হয়, সে দিকে নজর দেয়া। জনগণ যেন আমার অফিস থেকে সঠিকভাবে সেবা পায়, সেটা নিশ্চিত করা। কারো কোন অভিযোগ থাকলে, আমাকে বললে আমি সেটা সমাধানের চেষ্টা করবো।
সবশেষে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পাকুন্দিয়াবাসীর সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য যে এর আগে ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিলের ০৯ তারিখ পর্যন্ত মো. সাখাওয়াত হোসেন উপজেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।